মন ভালো নেই আজ
মন ভালো নেই আজ, চারিদিকে শুধু শূন্যতা,
একা করে দিয়ে চলে যাওয়া, সীমাহীন রিক্ততা ।
কিছু সম্পর্ক থাকে, বাঁধা ছকে ফেলা যায় না,
কিছু সান্নিধ্য থাকে, বিকল্প পাওয়া যায় না ।
সময় বদলে দেয় আমাদের জীবনের গতিপথ,
একদিন নিয়ে যায় সুদূরে,যেথা আঁকা ছায়া পথ ।
স্মিত হাসি মাখা মুখখানি অমলিন হয়ে থাকে চিরন্তন,
মমতা জড়ানো স্মৃতিগুলো মনের গভীরে বেঁচে থাকে আমরণ ।
মন ভালো নেই আজ, বলা হল না যে কত কথা,
গল্প শোনার দিন আজ হল শেষ, এখন শুধুই তারার মালা গাঁথা ।
— অন্তরা দত্ত, ৭/৫/২০২০
About মন ভালো নেই আজ // Mon Bhalo Nei Aj
In memory of my favorite aunt-in-law after hearing the news of her sudden demise. We didn’t have any blood relation but still we were very close to each other.