নতুন পঁচিশ // Natun Panchish

নতুন পঁচিশ // Natun Panchish preview

নতুন পঁচিশ

আবার এল পঁচিশে বৈশাখ,
রবি প্রণামের বেলা ।
প্রভাতফেরির হল না হাঁকডাক,
এখন শুধু একলা চলার পালা ।

জোড়াসাঁকোয় বন্ধ আজি দ্বার
প্রাঙ্গণে তার নেই তো লোকের মেলা ।
বাজলো না তো তানপুরা, সেতার,
একলা মনে বাজছে যে একতারা ।

অনলাইনে চলল রবি প্রণাম –
কবিতা পাঠ, রবীন্দ্রনৃত্য-গান,
কঠিন সময়ের মাঝে যেমন বাজে
নতুন করে বেঁচে ওঠার তান ।

বাতাসে আজ খেললো না তো সুর
একলা ঘরে চললো যে গান গাওয়া,
বিশ্ব আজি মাতলো ঘরের মাঝে
এক নতুন পঁচিশ হল যে আজ পাওয়া ।

— অন্তরা দত্ত, ৮/৫/২০২০

About নতুন পঁচিশ // Natun Panchish

This poem is written on the occasion of the birth anniversery of Rabindranath Tagore. This year we couldn’t celebrate the day like we used to do earlier due to the lockdown. But this year there were new ways of celebration and seemed it was a new 25th altogether.