গুণবতী // Gunoboti

গুণবতী // Gunoboti preview

গুণবতী

মেয়ের মায়ের গর্ব অতি
মেয়ে যে ভারি গুণবতী ।

পড়াশোনা কিংবা আঁকায়
সবাইকে সে তাক যে লাগায় ।

সেলাই অথবা হাতের কাজে
তার জুড়িদার কেই বা আছে ।

গানের গলাও মিষ্টি মধুর
বুদ্ধিমতী এবং চতুর ।

এহেন মেয়ের গুণে মজে
পাত্রপক্ষ সায় দিল যে ।

বিয়ের পরে শ্বশুরবাড়ি,
মেয়ে যে হল ঘোর সংসারী ।

কয়েক বছর পরের কথা
হয়েছে সে এক ছেলের মাতা ।

শ্বাশুড়ি মায়ের গর্ব অতি,
বৌ যে ভারি গুণবতী ।

কাপড় কিংবা বাসন মাজায়
সবাইকে যে তাক সে লাগায় ।

রান্না অথবা ঘরের কাজে
তার জুড়িদার কেই বা আছে ।

গলার আওয়াজ যায় না শোনা
বৌমা যে তার তুলনাহীনা ।

— অন্তরা দত্ত, ৫/৫/২০২০

About গুণবতী // Gunoboti

Tried to portray the contrast in the outlook of a girl’s mother and mother-in-law. This is still very much prevalent in our society. Lots of bright girls lose their identity and get transformed to a doting daughter-in-law /. wife ./ mother suppressing all their inner desires.