স্মৃতির হাইওয়ে
আজ আমি হয়েছি নস্টালজিক…
স্মৃতির হাইওয়ে ধরে হেঁটে চলি,
দিগন্তে গোধূলি আলোর ম্যাজিক,
হারিয়ে যাওয়া নিজের সঙ্গে কথা বলি ।
পিছনে ফেলে আসা
জীবনের অলিগলি যত
সেখানে ফিরে গিয়ে ছুঁয়ে আসি
সুখ-দুঃখ জড়ানো মুহুর্ত কত ।
সময়ের সাথে সাথে স্মৃতিগুলো হয়েছে মলিন ।
হারিয়ে গেছে কত কথা, গান, কত স্বপ্ন রঙীন ।
মিলিয়ে গেছে আজ জীবনের অনেক না-পাওয়ার ব্যাথা,
ফুরিয়ে আসা আলোয় উল্টে যাই অ্যালবামের ধুলোমাখা পাতা ।
বেশ তো ছিল সেই সব দিন
ছোট ছোট দুঃখ সুখে ভরা, আড়ম্বরহীন ।
সরল জীবনের ছিল এক নিজস্ব ছন্দ
নির্মল হাসি গানে ভরা, ছিল না কোনো দ্বিধা দন্দ্ব ।
প্রিয়জনদের আদর, সঙ্গে ধমক অল্প,
ঘুমপাড়ানি গান, রাজা রাণীর গল্প ।
বিবিধ ভারতীর রেশ মিশে যেত স্কুলের ঘন্টায় বেশ,
দূরদর্শনের হরেকরকমবা, আকাশবাণীর গল্পদাদুর দেশ ।
সন্দেশ, শুকতারার পাতায় পাতায় ছড়ানো হরেক শব্দবন্ধ,
পুজোবার্ষিকী আনন্দমেলা আনত নিয়ে পুজো পুজো গন্ধ ।
আজও আসে পুজোর মেলা নিয়ে হরেক আয়োজন,
হারিয়ে গেছে ছোটবেলা সঙ্গে আপনজন ।
দৃষ্টি হয়েছে ক্ষীণ, চুলে ধরেছে পাক,
তবু কান পাতলে আজও শুনতে পাই
মায়ের আদরের ডাক ।
আমার ধমনীর প্রতিটা রক্ত কণায়
সেই ডাকনাম আজও এড্রিনালিন ছড়ায় ।
— অন্তরা দত্ত, ২৪/৯/২০২০