ছোটবেলার পৃথিবীটা // Chhotobelar Prithibita

ছোটবেলার পৃথিবীটা

ছোটবেলার পৃথিবীটা বড্ড ছোট হয়ে যাচ্ছে দিন দিন,
আদরের স্পর্শগুলো কালের গহ্বরে হয়ে যাচ্ছে বিলীন ।
ডাকনামগুলো ফসিলে হচ্ছে পরিণত,
চেনা গন্ধগুলো বাস্প হচ্ছে অবিরত ।
যাদের সাথে জন্ম থেকে চেনাশোনা
আজ শুধু মনের মধ্যে চলে তাদের আনাগোনা ।
সব কিছু থেকেও আমরা আসলে হতদরিদ্র, নিঃস্ব,
রঙচঙে বাহারি সাজের আড়ালে ঢেকে রাখি আমাদের সেই ফ‍্যাকাশে বিশ্ব ।
ছোটবেলার পৃথিবীটা বড্ড ছোট হয়ে যাচ্ছে দিন দিন,
স্মৃতির খাতার ওজন ক্রমশ বেড়ে যাচ্ছে প্রতিদিন ।

– অন্তরা দত্ত, ১০/৭/২০২০