মেঘের আঁচল
একই শহর, একই আকাশ,
মেঘের আঁচল মেলেছে বাতাস ।
তুই রয়েছিস এক কিনারে,
জানলায় চোখ, ঘর মাঝারে ।
আমি আছি আরেক ধারে,
সুদূরে চোখ, খোলা ছাদে ।
একই আকাশ দেখছি দুজন
একই বাতাস ছুঁয়ে গেল মন ।
এক শহরেই বাঁচছি মোরা,
এক শহরেই লড়াই করা ।
একই মেঘের আঁচল তলে
শ্রান্ত মনের আলাপ চলে ।
কথায় কথায় রাত বেড়ে যায়,
নিওন আলো শহর ভাসায় ।
মেঘের নীলাভ আঁচল জুড়ে
তারার চুমকি খেলা করে ।
একই শহরের দুটি প্রান্তে
স্বপ্ন সাজাই সবার অজান্তে ।
সে স্বপ্নেরা জোনাকি হয়ে
সারা শহর বেড়ায় উড়ে ।
মেঘের আঁচল জড়িয়ে গায়ে
রাতের বুকে এই শহর ঘুমায় ।
রাত জাগা চোখেও ঘুম যে নামে,
আমার ক্লান্ত কলম এবার থামে ।
— অন্তরা দত্ত, ৪/৭/২০২০