না শোনা শব্দ // Na Shona Shobdo

না শোনা শব্দ // Na Shona Shobdo preview

না শোনা শব্দ

স্বপ্ন ভাঙার শব্দ শুনেছ কখনো ?
সৃজনী মনের সৃষ্টি থামার শব্দ ?

নিঃস্ব হৃদয়ের হাহাকার শুনেছ কখনো ?
চোখের জল চলকে পরার শব্দ ?

অনেকের সাথে একা হাঁটার ছন্দ শুনেছ কখনো ?
অনেক রাত না ঘুমোনোর শব্দ ?

মনের কোণে জমে থাকা না বলা কথা শুনতে চেয়েছ কখনো?
একলা মনের সঙ্গী খোঁজার শব্দ ?

বুকের মাঝে তোমার দেওয়া ব্যথার শব্দ পেয়েছ কখনো ?
ভালোবেসে আহত হওয়ার শব্দ ?

উন্মত্ত রাগে লুকিয়ে থাকা আকুলতার শব্দ বুঝতে পেরেছ কখনো ?
হাসির ভিতর কান্না ঝরার শব্দ ?

সুখের সময় দুঃখের বাঁশির শব্দে কেঁদেছ কখনো ?
মিলনের আনন্দে বিরহের নিদারুণ শব্দ ?

রোদের দিনে মন খারাপে আদ্র হওয়ার শব্দ ছুঁয়েছে কখনো ?
ঝড়ের রাতে ভয়ে কেঁপে ওঠার শব্দ ?

ছোট্ট পাওয়ায় মন ভালো করার শব্দে হেসেছ কখনো ?
বুঝতে পেরেছ না পাওয়ার কষ্টের শব্দ ?

জীবনযুদ্ধে হেরে যাবার শব্দ শুনেছ কখনো ?
জীবনীশক্তি হারিয়ে ফেলার শব্দ ?

এমন অজস্র না শোনা শব্দে ভরে আছে আমাদের জীবন,
যদি কোনোদিন শুনতে পাও আপনি থেমে যাবে না শোনা শব্দ এমন ।

— অন্তরা দত্ত, ৩/৬/২০১৯

Rate it in Pratilipi

About না শোনা শব্দ // Na Shona Shobdo

This is the first poem I penned in my life. Literature was never my cup of tea and that too in Bengali, it’s something I couldn’t even dream about. Few lines which came out of a depressed, bruised mind gave way to few more lines and I ended up writing this poem with a message to the society. Hoping one day people will be more sensible and compassionate towards others.