নববর্ষের অঙ্গীকার // Nababarsher Angikaar

নববর্ষের অঙ্গীকার // Nababarsher Angikaar

নববর্ষের অঙ্গীকার

নতুন বছর, নতুন বেলা,
বিশ্বজুড়ে রঙের খেলা।
ঘর ছেড়ে হায় বেড়োতে মানা,
বাইরে যে আজ রোগের হানা ।

মন কি মানে কোনো শাসন ?
কোনো ব‍্যাধি, কোনো বাঁধন ?
মন পাখি তুই মেলে ডানা
পার হয়ে যা সব সীমানা ।

দেখতে কি পাস পাহাড় চূড়ায়
মেঘবালিকা ওই ছুটে যায় ।
কিংবা দেখ্ ওই ঝর্ণাটাকে…
কলকলিয়ে কী যে বকে ।

নদী কেমন শান্ত চালে
চলছে দেখ্ ওই সাগর পানে ।
সাগর মেশে আকাশ পটে
মাছপরীরা সাঁতরে ওঠে ।

বালিয়ারিতে এলিয়ে চুল
গল্পে তারা হয় মশগুল ।
তাদের কথা শুনছে দুজন,
নোনা বাতাস আর ঝাউবন ।

বাতাস আবার ফিসফিসিয়ে
কয়ে দিল পাখির কানে ।
পাখি উড়ে দেখল দূরে
এক ফালি মেঘ গুমরে মরে ।
সুধায় পাখি, “হলটা কি ?”

“খবর কিছু রাখো না নাকি ?
স্তব্ধ শহর, শূন্য পাড়া,
থমকে জীবন, ছন্নছাড়া ।
মৃত্যু মিছিল দুনিয়া জুড়ে,
মানুষ মরে নিজের ভুলে ।

মানছি ওরা করে ‍ক্ষতি,
স্বার্থপর আর নোংরা অতি ।
কিন্তু ওরাও যে ভাই মোদের মত
ধরণী মাতার গর্ভজাত ।

প্রকৃতিকে নষ্ট করে
নিজেই এখন বন্দী ঘরে ।
তবুও কেন আমার এ মন,
ওদের তরে হয় উচাটন ?”

“শুধু তুমি নও, মোরাও আছি,”
নম্রস্বরে বলল পাখি ।
“বনের ছায়া, ফুল আর লতা,
তুষার ধবল শৈল মালা,
বালির তটে ঢেউয়ের ভেলা ,
সবাই যে চায় বাচুক ওরা,
অসুখবিসুখ, দূষণ ছাড়া ।”

নতুন ভোরে শপথ করি
নিঃস্বার্থ এক জীবন গড়ি ।
সবার কথা ভাববো মোরা
তবেই দেখো হাসবে ধরা ।

— অন্তরা দত্ত, ১৪/৪/২০২০

Rate it in Pratilipi

About নববর্ষের অঙ্গীকার // Nababarsher Angikaar

On the eve of this year’s Bengali New Year I thought of writing 2 lines of my own to greet my family and friends. The 2 lines became several lines and I ended up writing about our corona-infected disrupted lifestyle and how we have damaged the nature and now bearing the brunt. During the lockdown we witnessed how the nature has healed from pollutions, how the wild life has come out without any fear. So thought of making a new year resolution of saving the earth and thus saving ourselves.